রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা-পাবনা কাজিরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল আবারও বিঘ্নিত হয়েছে। গতকাল মধ্যরাত থেকে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরি চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
কুয়াশা ও ঠান্ডার কারণে পারাপারপ্রত্যাশী যাত্রীদের ভোগান্তি বৃদ্ধি পায়। বিআইডব্লিউটিসি জানায়, ৮ ঘণ্টা আরিচা-কাজিরহাট ও ৬ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ বন্ধ ছিল। মধ্যরাতে কুয়াশার কারণে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাই চলাচল বন্ধ করা হয়। সকাল সাড়ে ৬টা ও ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়, তবে যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকে।