বাংলাদেশের টেনিসে উদীয়মান এক নাম কাব্য গায়েন। বিকেএসপির এই শিক্ষার্থী দেশের জুনিয়র পর্যায়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বহুবার। এবার আন্তর্জাতিক মঞ্চেও তার প্রতিভার ছাপ রেখেছেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে বালক একক ইভেন্টে বাংলাদেশের মধ্যে একমাত্র সেমিফাইনালে উঠেছিলেন তিনি।
তবে দুর্ভাগ্যবশত, ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি কাব্যের। আজকের দ্বিতীয় সেমিফাইনালে তিনি মুখোমুখি হন সিঙ্গাপুরের পাক নিকোলাস মিংয়ের। দুই সেটের খেলায় ২-৬, ২-৬ গেমে হেরে বিদায় নিতে হয় তাকে।
এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য একক ইভেন্টে কাব্যের পারফরম্যান্সই ছিল সবচেয়ে উজ্জ্বল। যদিও দ্বৈত ইভেন্টে তেমন ভালো ফলাফল করতে পারেনি বাংলাদেশি খেলোয়াড়রা। মিশ্র ইভেন্ট না থাকায় একক খেলায়ই বেশি নজর ছিল সবার।
আগামীকাল ফাইনাল এবং স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। কাব্যের এই পারফরম্যান্স দেশের টেনিস অঙ্গনে নতুন সম্ভাবনার আশা জাগিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে এই উদীয়মান তারকার এমন প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গর্বের বিষয়।