ইউটিউব ও টিকটক তারকা মিস্টারবিস্ট এক বিনিয়োগকারী দলের হয়ে টিকটক কেনার পরিকল্পনা করছেন। সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটককে চীনা নাগরিক নন এমন একজনকে মালিক বানাতে ৭৫ দিনের সময়ে দিয়েছে। তা না হলে স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে টিকটক।
গত ১৩ জানুয়ারি আরেক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ টিকটক তারকা মিস্টারবিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন বলেন, “আচ্ছা ঠিক আছে। টিকটক যাতে নিষিদ্ধ না হয় সেজন্য আমি টিকটক কিনে নিচ্ছি।” ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় এবং টিকটকের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডোনাল্ডসন কথাটি মজা করে বললেও, তার আইনজীবী গত মঙ্গলবার সিএনএনকে জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে সিরিয়াস।