আজ বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের জলগাঁও জেলায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। মুম্বাই থেকে লখনৌগামী পুষ্পক এক্সপ্রেসের একটি বগিতে বৈদ্যুতিক গোলযোগ ও স্ফুলিঙ্গ দেখা দিলে যাত্রীরা চেইন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেন। আতঙ্কে কিছু যাত্রী ট্রেন থেকে নেমে গেলে বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়েন।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।