শিল্পের কাঁচামাল খালাস সহজ করতে শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। আজ বুধবার সংস্থাটি জানায়, পণ্য চালানভিত্তিক সাময়িক ছাড়পত্র দেওয়া হবে, তবে কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রমাণ প্রদর্শন করতে হবে। চূড়ান্ত ছাড়পত্রের আগে এসব কাঁচামাল ব্যবহার করা যাবে না।
এর আগে ১ জানুয়ারি থেকে পণ্য খালাসের জন্য বিএসটিআইয়ের অনলাইন ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছিল, যা প্রক্রিয়া দীর্ঘায়িত করায় আমদানিকারকদের সমস্যায় পড়তে হচ্ছিল। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে ৯ দিন সময় লাগায় ক্ষতিপূরণ দিতে হচ্ছিল ব্যবসায়ীদের। এই উদ্যোগ শিল্প খাতের খরচ ও সময় কমাতে সহায়ক হবে।