ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির খবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়। হুমকির পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর তল্লাশি কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে প্রবেশ করে। এ সময় প্লেনের সিট, করিডোর, টয়লেট, এবং ক্যাফেসহ প্রতিটি কোণা তল্লাশি করা হয়।
যাত্রীদের দ্রুত প্লেন থেকে নামিয়ে আনা হলেও তাদের হাতব্যাগ প্লেনের ভেতরেই রাখা হয়। এগুলোও একে একে পরীক্ষা করে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরের টার্মিনাল ভবনে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে হুমকির কারণে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর নিরাপত্তা তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে দেওয়া হবে না।