চলমান বিপিএলে খুলনা টাইগার্সের পারফরম্যান্স শুরুতে ভালো থাকলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। প্রথম দুই ম্যাচে জয় পেলেও পরের চার ম্যাচে হারতে হয় দলটিকে। তবে সর্বশেষ ম্যাচে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দলটি। আগামীকাল (বুধবার) ফরচুন বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী খুলনা টাইগার্স।
দলের তারকা ক্রিকেটার আফিফ হোসেন গণমাধ্যমকে জানান, তাদের মূল লক্ষ্য প্লে-অফে জায়গা করে নেওয়া। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা। পয়েন্ট টেবিলের অবস্থান ভালো। কয়েকটি ম্যাচ জিততে পারলে নিশ্চিতভাবেই কোয়ালিফাই করতে পারব।’
চট্টগ্রামের আবহাওয়া এবং টসের বিষয়ে তিনি বলেন, ‘সিলেটে কুয়াশার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে চট্টগ্রামে সিলেটের মতো কুয়াশা নেই। আমরা এখানে টসে জিতে ব্যাটিং করে ম্যাচ জিতেছি। আমার মনে হয় টস বড় ফ্যাক্টর হবে না। পরিকল্পনা মাফিক খেলতে পারলে ভালো কিছু হবে।’
জাতীয় দলে জায়গা না পাওয়ার পেছনে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতাকেই দায়ী করেছেন আফিফ। তিনি জানান, গত ৭-৮ মাস আত্মবিশ্বাসের অভাবে ভুগেছেন। তার কথায়, ‘সর্বশেষ কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) থাকার সময় আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছিলাম। তবে সত্যি বলতে ওই সময় আমি সমস্যায় ছিলাম। এখন আর তেমন কোনো সমস্যা নেই। আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং ভালো ছন্দে আছি। আশা করি এই ফর্ম ধরে রাখতে পারব।’
আফিফের মতে, তার পরিশ্রম এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার সামনের দিনে আরও ভালো পারফরম্যান্সে ভূমিকা রাখবে।