২২ জানুয়ারি রাতে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে তিনটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। এর ফলে উভয় ঘাটে যানবাহন, বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এছাড়া, যমুনা নদীতেও কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি বাড়ে। বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।