ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে তিনি সামরিক বাহিনীর ব্যর্থতা স্বীকার করে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। যদিও তিনি যুদ্ধের বেশ কিছু লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান।
একই সময়ে, ইসরায়েলের সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারোন ফিনকেলম্যানও পদত্যাগ করেন। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২১০ ইসরায়েলি নিহত এবং গাজায় ২৫১ জন বন্দী হয়।