বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ জানুয়ারি রাতে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়।
রাউজান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হামলা ঘটেছিল। হামিমের নির্দেশে রাফি ও নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়। পুলিশ এ ঘটনায় আরও তদন্তের মাধ্যমে অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।