জাতীয় নাগরিক কমিটি জানিয়েছেন, তারা সংস্কার ছাড়া কোনো নির্বাচনের পক্ষে নয়। কমিটির সদস্যরা বলছেন, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে আত্মসমর্পণ করে সংস্কার প্রক্রিয়া থেকে পিছিয়ে যাওয়া যাবে না। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা এখন তাড়াহুড়া করছেন, নির্বাচনের পর তারা সংস্কারের বিষয়টি এগিয়ে নেবে—এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই, নির্বাচন হবে সংস্কার সম্পন্ন হওয়ার পরেই।
২০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘শহীদ আসাদ থেকে শহীদ আবু সাঈদ: গণ-অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতির রোডম্যাপ’ শীর্ষক আলোচনা সভায় এই বক্তব্য দেওয়া হয়। সভাটি শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন সভায় বলেন, “সরকারকে আমরা বলব, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হুমকির কারণে সংস্কারের পরিবেশ তৈরি না করে, সংস্কারের সূচনা না করে নির্বাচন আয়োজন করা যাবে না। যদি এটি হয়, তবে বাংলাদেশ জনগণ এবং ছাত্ররা একটি নতুন পরিবেশ তৈরি করবে এবং বাস্তবে রূপ দেবে।”
সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও একই কথা বলেন, এবং বিএনপির নেতৃত্বে সংস্কার কার্যক্রম এগিয়ে যাওয়ার বিশ্বাসের অভাব প্রকাশ করেন।
বক্তাদের মধ্যে আরও ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, সংগঠক মশিউর রহমান, ফয়সাল মাহমুদ, প্রীতম দাশ এবং নির্বাহী সদস্যরা। সভার সঞ্চালক ছিলেন কেন্দ্রীয় সদস্য আলাউদ্দীন মোহাম্মদ।