রংপুর স্টেডিয়াম ছিল আজ খেলা দেখতে আসা হাজারো ভক্তে পূর্ণ। মাঠের ভিতর ও বাইরে, অনেকেই নিজেদের প্রিয় দলের ক্রিকেটারদের এক নজর দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। রংপুর বিভাগের নানা এলাকা থেকে এসে ভিড় করেছেন তারা।
আজ দুপুর আড়াইটায় হেলিকপ্টারে রংপুর স্টেডিয়ামে পৌঁছান রংপুর রাইডার্সের তারকারা। এই বহরে ছিলেন দলের অধিনায়ক সোহান, সৌম্য সরকার, খুশদিল শাহসহ আরও অনেক ক্রিকেটার। দলের কোচিং স্টাফও ছিলেন সঙ্গে।
গ্লোবাল সুপার লিগে জয়ের পর বিপিএলেও অপরাজিত রংপুর রাইডার্স তাদের ভক্তদের প্রতি ভালোবাসা কখনোই কমায়নি। স্টেডিয়ামে দর্শকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রিয় খেলোয়াড়দের সমর্থন জানান। ‘সোহান-সোহান’ ও ‘নাহিদ রানা-নাহিদ রানা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম। এক ভক্ত এমনও লিখেছেন, “সৌম্যর পেরিস্কোপ শট, প্রেমিকার চোখের চেয়েও সুন্দর।”
রাইডার্সও ভক্তদের এই ভালোবাসা নিয়ে উচ্ছ্বসিত। সোহান, সৌম্য, খুশদিলরা নিজেরা আনন্দে তাদের জার্সি দর্শকদের কাছে ছুড়ে দেন। সাইফুদ্দিন তার ট্রেডমার্ক সেলিব্রেশন দেখিয়ে সবার মন জয় করেন।
ভক্তরা তাদের তারকাদের খেলা সরাসরি দেখতে না পারার দুঃখের কথা জানালেও, এবার সোহানের নেতৃত্বে রংপুরের বিপিএল জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন।
স্টেডিয়ামে দর্শকদের অভিবাদন গ্রহণের আগে রাইডার্সরা খোলা ট্রাকে রংপুর নগরী প্রদক্ষিণ করেন, যেখানে ভক্তরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়।