গতকাল রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন থাকলেও রাজশাহী তা পূর্ণ করতে পারেনি এবং ৭ রানে হেরে যায়। তবে, দলের হার সত্ত্বেও এনামুল হক বিজয় নতুন এক ইতিহাস তৈরি করেছেন। তিনি ৫৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১০০ রান করে বিপিএলের সপ্তম সেঞ্চুরিটি পূর্ণ করেন।
এটি চলতি বিপিএলে সপ্তম সেঞ্চুরি, যা এক আসরে এর আগে কখনো হয়নি। ২০১৯ সালের আসরে ৬টি সেঞ্চুরি হয়েছিল, যা ছিল সর্বোচ্চ রেকর্ড। তবে, এবার বিজয়ের সেঞ্চুরি বিপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে রয়ে গেছে।
এছাড়াও, চলতি বিপিএলে আরও ছয়জন খেলোয়াড় সেঞ্চুরি করেছেন, যার মধ্যে উসমান খান, থিসারা পেরেরা, অ্যালেক্স হেলস, লিটন দাস, তানজিদ হাসান তামিম ও গ্রাহাম ক্লার্ক অন্তর্ভুক্ত।