গত বুধবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে এক দুষ্কৃতকারী প্রবেশ করেছিল, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর, সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খানও সম্প্রতি এক অনুপ্রবেশকারী সম্পর্কে কথা বলেছেন, যিনি একসময় তাঁর নিজ বাড়িতে হানা দিয়েছিলেন।
যদিও এই ঘটনা নতুন নয়, ২০১১ সালে মুম্বাইয়ের খারে সোহা আলী খানের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটেছিল। ওই দিন সোহা এবং তাঁর স্বামী কুনাল খেমু একটি ছবির বিশেষ প্রদর্শনী থেকে ফিরছিলেন। বাড়িতে এসে, তারা সন্ধ্যার খাবার প্রস্তুত করছিলেন, এমন সময় হঠাৎ করে বারান্দা থেকে অদ্ভুত শব্দ শুনতে পান। কুনাল বারান্দার দিকে গিয়ে দেখতে পান, এক ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করছে।
কুনাল ঘটনাটি দেখে দ্রুত নিচে চলে যান এবং পালাতে থাকা ওই দুষ্কৃতকারীকে ধরে ফেলেন। তদন্তে জানা যায়, ওই ব্যক্তি একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল এবং পূর্বে অনেক বাড়িতে ডাকাতি করেছে।
এদিকে, সাইফ আলী খানকে দেখতে সোহা গতকাল রোববার লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে জানান, সাইফ এখন ভালো আছেন এবং দ্রুত সেরে উঠছেন।