ক্রিকেটার লিটন দাসকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে তাচ্ছিল্যসূচক স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় কিছু দর্শক লাগাতার ‘লিটন ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এমন আচরণে হতবাক লিটন চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তাঁর চেহারায় কোনো ক্ষোভ দেখা যায়নি, বরং অসহায়তার ছাপ ছিল স্পষ্ট।
এই ঘটনায় লিটনের দল ঢাকা ক্যাপিটালস তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলটির ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘আমরা লিটনকে তার ব্যাটিং নৈপুণ্য, জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স এবং বিপিএলে রেকর্ড গড়া সাফল্যের জন্য মনে রাখি। লিটন আমাদের গৌরব, আমাদের ভালোবাসার প্রতীক।’
ঢাকা ক্যাপিটালসের এই বার্তায় মুগ্ধ লিটন দাস নিজেও ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের সমর্থন আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। যারা আমাদের খেলোয়াড়দের ভালো-মন্দ সময়ে পাশে থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞ।’
বিপিএলের চলতি আসরে লিটন রানে ফিরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের পর দুর্দান্ত ফর্মে রাজশাহীর বিপক্ষে খেলেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। তবুও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে রানখরার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে লিটনকে।
এই ঘটনা নিয়ে রংপুর রাইডার্সও সমর্থন জানিয়ে ফেসবুকে লিখেছে, ‘লাল-সবুজের জার্সি গায়ে লিটন যে গৌরবের গল্প লিখেছেন, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড়। আমরা সবসময় তাঁকে সমর্থন করি।’
সমালোচনার মুখে লিটন নিজেকে সামলে নিয়ে রানে ফিরেছেন। তার এই অধ্যবসায় এবং দলের প্রতি আনুগত্য তাঁর ভক্তদের অনুপ্রাণিত করেছে।