ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস কর্তৃক মুক্তি দেওয়ার জন্য নির্ধারিত জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত যুদ্ধবিরতি কার্যকর হবে না। ১৯ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে হামাস ‘কারিগরি সমস্যার’ কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ করতে দেরি করছে বলে জানিয়েছে।
নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, যতক্ষণ না হামাস মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত ব্যক্তিদের তালিকা সরবরাহ করবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। গতকাল (শনিবার) ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে, যা দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানোর পথ খুলে দেয় বলে আশা করা হচ্ছিল। তবে তালিকা না পাওয়ার কারণে ইসরায়েল তার পূর্বের অবস্থান বজায় রেখেছে এবং যুদ্ধবিরতি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, হামাস যদি প্রতিশ্রুতি অনুযায়ী তালিকা প্রদান না করে, তবে যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে না।