নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ নেপালকে মাত্র ৫২ রানে অলআউট করে বিশ্বকাপ মিশন শুরু করেছে সুমাইয়া আকতারের দল।
বাঙ্গির মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে নেপালের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের মেয়েরা।
নেপালের ৫২ রানে গুটিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন ফিল্ডাররা। ৫ জন ব্যাটার রানআউটের শিকার হন। বাকি ৫ উইকেটের মধ্যে জান্নাতুল মাওয়া নেন ২টি, আর নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার নেন ১টি করে উইকেট।
নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন। তার পরে ১০ রান করেন সিমানা কেসি। বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল মিশ্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান। ৪ রান করে আউট হন সুমাইয়া, ১ রানে ফেরেন ফাহমিদা এবং ২ রানে রানআউট হন জুয়াইরিয়া। ক্রিজে ৯ রানে সাদিয়া ইসলাম এবং ৬ রানে অধিনায়ক সুমাইয়া ব্যাট করছিলেন।
বাংলাদেশ দলের ফিল্ডিং ও বোলিং পারফরম্যান্সে ম্যাচে দারুণভাবে এগিয়ে আছে দলটি।