গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু ৯০ মিনিট পার হতেই যোগ করা সময়ের প্রথম ও তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় দারউইন নুনিয়েজের জোড়া গোলে লিভারপুল নাটকীয়ভাবে ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারায়। ব্রেন্টফোর্ডের মাঠে স্বাগতিকরা প্রায় একটি পয়েন্ট নিশ্চিত করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরেছে।
শনিবারের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে লিভারপুল। একের পর এক আক্রমণ শাণালেও গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধে ১৯টি শটের মধ্যে মাত্র পাঁচটি লক্ষ্যে রাখলেও কোনোটিই জালে জড়ায়নি। ব্রেন্টফোর্ডও পাল্টা আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করলেও প্রথমার্ধ গোলশূন্য থাকে।
দ্বিতীয়ার্ধেও একই ধারা চলতে থাকে। ব্রেন্টফোর্ড নিজেদের রক্ষণ সামলে লিভারপুলের আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা করছিল। ৬৫ মিনিটে লুইস দিয়াজের বদলে দারউইন নুনিয়েজ মাঠে নামেন। শেষ পর্যন্ত তিনিই হন ম্যাচের নায়ক।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাসে নুনিয়েজের ডান পায়ের শটে প্রথম গোল পায় লিভারপুল। এরপর দুই মিনিট পর সতীর্থের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই জোড়া গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে যোগ করা সময়ে তার গোল সংখ্যা দাঁড়াল ছয়টিতে।
এই জয়ের ফলে লিভারপুল ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুই এবং ৪১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
নুনিয়েজের এই পারফরম্যান্স শুধু লিভারপুলের জয় নিশ্চিত করেনি, বরং লিগ শিরোপার দৌড়ে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে।