ভারতীয় ক্রিকেটার রিংকু সিং সম্প্রতি পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে যে, তিনি ভারতীয় সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে বাগদান করেছেন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এর পেছনে কিছু ইঙ্গিত পাওয়া গেছে।
প্রিয়া সরোজ, যিনি উত্তরপ্রদেশের মাছলিশহর থেকে সমাজবাদী দলের হয়ে নির্বাচিত সংসদ সদস্য, রিংকুর বাগদান নিয়ে তার বাবা তুফানি সরোজ কিছু মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এদিকে, কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রিংকু এবং প্রিয়ার বাগদান হয়ে গেছে। এই গুঞ্জন তখনই বাড়ে, যখন রিংকু তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার বোনের সঙ্গে উপস্থিত ছিলেন। অনেকেই মনে করছেন, এটি বাগদানের সময় তোলা ছবি।
রিংকু সিং বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য, এবং তার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে আরও পরিচিতি দিয়েছে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তার শক্ত প্রতিভা প্রদর্শন করেছেন।