১৬ জানুয়ারি ভোররাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ভয়াবহ হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। অজ্ঞাত হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হন সাইফ। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার শেষে তিনি এখন স্থিতিশীল রয়েছেন।
ঘটনার পর থেকে সাইফের স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর, কোনো মন্তব্য করেননি। তবে গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও ভুল তথ্যের কারণে ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট দিয়ে সবার প্রতি আবেদন জানান।
কারিনা লিখেছেন, “আমরা এখন খুব কঠিন সময় পার করছি। ঘটনাটি এখনও সম্পূর্ণ বুঝতে পারিনি এবং কারা কী কারণে এমনটা করেছে, তা জানার চেষ্টা করছি। এই অবস্থায় গণমাধ্যমকর্মী ও পাপারাজ্জিদের কাছে অনুরোধ, দয়া করে অনুমানভিত্তিক বা মনগড়া তথ্য ছড়াবেন না। আপনারা যে পরিমাণ নজরদারি ও মনোযোগ দিচ্ছেন, তা আমাদের জন্য চাপ বাড়াচ্ছে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। সাইফের আরোগ্যের জন্য তাকে প্রয়োজনীয় সময় দিন।”
কারিনার এই মানবিক আবেদন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তার ভক্তরা এই কঠিন সময়ে তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মুম্বাই পুলিশ, তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।