বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক নিয়ে ঝামেলায় ছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রথম পর্বে ঢাকা ও সিলেটে পয়সা ছাড়াই খেলতে হয়েছে তাদের। তবে চট্টগ্রাম পর্বের আগে অবশেষে কিছুটা অর্থ পেয়েছেন তারা। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী দুর্দান্ত পারফর্ম করে ৬৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।
রাজশাহীর ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। তার এই ঝোড়ো ইনিংসের পাশাপাশি এনামুল হক (৩২) এবং জিশান আলম (২০) দলের স্কোরকে ১৮৪ পর্যন্ত নিয়ে যান। সিলেটের পক্ষে রুয়েল মিয়া ৩ উইকেট নিয়েছেন ৩২ রানের বিনিময়ে।
জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস ১৭.৩ ওভারেই শেষ হয়ে যায়। তাদের হয়ে জাকির হাসান ২৮ বলে ৩৯ রান এবং জাকের আলী ৩১ রান করেন। দুর্দান্ত বোলিং করে রাজশাহীর সানজামুল ইসলাম ৩ উইকেট নেন ২৫ রানের বিনিময়ে। তাকে সঙ্গ দেন তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবং আফতাব আলম, যারা প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
এই জয়ের ফলে সাত ম্যাচে তিন জয় নিয়ে রাজশাহী ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে সিলেট ষষ্ঠ স্থানে রয়েছে দুই জয় ও চার পয়েন্ট নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ১৮৪/৭, ২০ ওভারে (রায়ান বার্ল ৪১, এনামুল হক ৩২, জিশান আলম ২০; রুয়েল মিয়া ৩/৩২, নাহিদুল ইসলাম ২/২০)।
সিলেট স্ট্রাইকার্স: ১১৯/১০, ১৭.৩ ওভারে (জাকির হাসান ৩৯, জাকের আলী ৩১; সানজামুল ইসলাম ৩/২৫, তাসকিন আহমেদ ২/১৪)।
ফলাফল: দুর্বার রাজশাহী ৬৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সানজামুল ইসলাম।