অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচটি শেষ হয় উত্তেজনাপূর্ণ সুপার ওভারে।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের প্রয়োজন ছিল শেষ বলে মাত্র এক রান। কিন্তু রানআউট হয়ে যান নিশিতা আক্তার, ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে বাংলাদেশ তোলে ১১ রান। সাদিয়া আক্তার একটি ছক্কা হাঁকিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর হাবিবা আক্তারের অসাধারণ বোলিংয়ে ইংল্যান্ড সুপার ওভারে করতে পারে মাত্র ৯ রান। শেষ বলে ইংল্যান্ডের চার রানের প্রয়োজন থাকলেও তারা নিতে পেরেছে দুই রান।
এটি বাংলাদেশের মেয়েদের দলগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়। এর আগে তারা কখনোই কোনো পর্যায়ে ইংল্যান্ডকে হারাতে পারেনি।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল। প্রস্তুতি ম্যাচে টানা দুটি জয়ে সুমাইয়া আক্তারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
বাংলাদেশের এ জয় নতুন প্রজন্মের নারীদের ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করল, যা আসন্ন বিশ্বকাপে তাদের জন্য ইতিবাচক প্রেরণা হিসেবে কাজ করবে।