সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১৭ বছরের কারাবাসের অবসান ঘটেছে। ১৪ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাবরসহ পাঁচজনকে হাইকোর্ট খালাস দেওয়ার পর, ১৬ জানুয়ারি দুপুরে তিনি মুক্তি পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে।
বাবরের মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেত্রকোণার হাওরপাড়ে স্বস্তি ও আনন্দের জোয়ার উঠেছে। তাঁর মুক্তি উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। নেত্রকোণা শহর ও উপজেলার সড়কগুলোতে ব্যাপক সাজসজ্জা করা হচ্ছে। ব্যানার ও তোরণের মাধ্যমে এলাকাটি সেজে উঠছে বাবরের আগমন উপলক্ষে।
এর আগে, বাবরের খালাসের পর নেত্রকোণার জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া, মদন উপজেলাতেও বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। বাবর, তার সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময়ে নেত্রকোণা-৪ আসন, যা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় বিস্তৃত, সেখানে অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ করেছেন। সেই কারণেই তিনি স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
১৯৯১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাবর ২০০১ সালে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।