জয় একদম নাগালের ভেতরে ছিল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। কিন্তু অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ান নরগার্ডের গোল সব আশা ভেঙে দেয়। ২-০ গোলে এগিয়ে থাকা সিটির জন্য ম্যাচটি শেষ হলো হতাশাজনক ড্র দিয়ে।
প্রথমার্ধ গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই গোলে এগিয়ে যায় সিটি। তবে ব্রেন্টফোর্ডের ইয়োনে ভিসা এবং ক্রিশ্চিয়ান নরগার্ডের গোলে ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো:
ম্যাচের শুরু থেকেই বল পজেশন নিজেদের দখলে রেখে আক্রমণ চালায় ম্যানচেস্টার সিটি। ২৭তম মিনিটে মাথেউস নুনেস ডি-বক্সে ঢুকে গেলেও শট নিতে দেরি করায় গোলের সুযোগ হারায় সিটি। কয়েক মিনিট পর কোভাসিচ এবং হালান্ডও গোল করার সুযোগ হাতছাড়া করেন।
৬৬ মিনিটে কেভিন ডি ব্রুইনার ক্রসে লাফিয়ে চমৎকার শটে গোল করেন ফিল ফোডেন। ৭৮তম মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তবে ব্রেন্টফোর্ড তখনও লড়াই ছেড়ে দেয়নি।
৮২ মিনিটে ম্যাডস রোরস্লেভের ক্রসে ভিসা গোল করলে ব্যবধান কমে ২-১ হয়। অতিরিক্ত সময়ে নরগার্ডের মাথা ছোঁয়া গোল সিটির জয় ছিনিয়ে নেয়।
পয়েন্ট তালিকায় অবস্থান:
এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটি ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, ব্রেন্টফোর্ড ২৮ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে।
ম্যানচেস্টার সিটির জন্য এটি ছিল টানা তিন জয়ের পর আরেকটি বড় ধাক্কা। গার্দিওলার দলকে এখন লিগে টিকে থাকতে আরও বেশি মনোযোগী হতে হবে।