ভারতের দিল্লিতে আয়োজিত প্রথম খো খো বিশ্বকাপে ইতিহাস গড়ছে বাংলাদেশ। পুরুষ ও নারী উভয় দলই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিচ্ছে। আজকের দিনে বাংলাদেশ পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭-২৪ পয়েন্টে জয়লাভ করেছে। একইভাবে নারী দলও শ্রীলঙ্কাকে ৭৯-১৪ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ছেলেদের ম্যাচে ইদিল প্রামানিক এবং মেয়েদের ম্যাচে রিতু রানী সাহা সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।
পুরুষ দল আজ আরও একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে তারা আমেরিকাকে ৮৩-২৬ পয়েন্টে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সামনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরদিকে, বাংলাদেশের নারী দল জার্মানির বিপক্ষে নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য প্রস্তুত।
বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল আত্মবিশ্বাসীভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রতিটি ম্যাচে তাদের উন্নত খেলার মান দেখাচ্ছে।