পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হবে ১০ এপ্রিল। এর আগে প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াড সম্পূর্ণ করেছে। বাংলাদেশ থেকে এবারের আসরে সুযোগ পেয়েছেন তিনজন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এদের প্রত্যেকের জন্য এটি প্রথম পিএসএল।
নাহিদ রানাকে দলে নিয়েছে পেশওয়ার জালমি। তার অধিনায়ক হবেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এ দলে আরও রয়েছেন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিসের মতো প্রতিভাবান ক্রিকেটার।
লিটন দাস করাচি কিংসে খেলবেন, যেখানে তার সঙ্গী থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে। করাচি কিংসের অধিনায়ক হবেন শান মাসুদ।
অন্যদিকে, রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে জায়গা পেয়েছেন। লাহোরের হয়ে তিনি খেলবেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান এবং ড্যারিল মিচেলের মতো তারকাদের সঙ্গে।
তবে অবাক করেছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দল না পাওয়া। দুইজনই ড্রাফটে নাম দিয়েছিলেন, কিন্তু কোনো দল তাদের প্রতি আগ্রহ দেখায়নি।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এই তিন ক্রিকেটার পিএসএলে তাদের দক্ষতা প্রমাণ করে দেশের ক্রিকেটের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবেন।