ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘ছাগল কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে। আজ সকালে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। তারা বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার হন।
মতিউর রহমান ও লায়লা কানিজের বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। গত বছরের ৬ জানুয়ারি, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করে। এই মামলা সংক্রান্ত ‘ছাগল কাণ্ড’ শিরোনামে ব্যাপক আলোচনা তৈরি হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।
মুশফিকুর রহমান (ইফাত) নামের এক যুবক কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনার পর তার বিলাসী জীবনযাপন নিয়ে আলোচনা শুরু হয়। এতে নজরে আসে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের অপব্যবহার এবং অবৈধ সম্পদের তথ্য, যার মধ্যে দামি গাড়ি, বিলাসবহুল ঘড়ি, রিসোর্ট, শুটিং স্পট এবং বিভিন্ন সম্পত্তি ছিল।
এর পরিপ্রেক্ষিতে, দুদক তদন্ত শুরু করে এবং বিএফআইইউ মতিউরের পরিবার সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট এবং শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করে। এতে মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়।
বর্তমানে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং এটি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে এক বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।