ক্রাইস্টচার্চে পাকিস্তান ক্রিকেট দলের জন্য এটি ছিল এক কঠিন পরীক্ষা। নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে দলটির শুরুটা হলো হতাশাজনক। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৯১ রানে। জবাবে কিউইরা ১০.১ ওভারে ৯ উইকেট হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে, সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
নিউজিল্যান্ড দলে নিয়মিত তারকা ক্রিকেটারদের অনেকে না থাকলেও তাদের সামর্থ্যে এতটুকু ঘাটতি দেখা যায়নি। মিচেল ব্রেসওয়েলের নেতৃত্বে দলটি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেয়।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ব্রেসওয়েল। কাইল জেমিসন ও জ্যাকব ডাফির বিধ্বংসী বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। ডাফি ৩.৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট, আর জেমিসন ৪ ওভারে ৮ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। ইস সোধি ২ উইকেট নেন ২৭ রান দিয়ে, জাকারি ফকস পান ১ উইকেট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহ। অধিনায়ক সালমান আগা করেন ১৮, আর জানদাদ খানের ব্যাট থেকে আসে ১৭ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান ওয়াজ কোনো রানই করতে পারেননি।
মাত্র ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একমাত্র উইকেট হারায় টিম সেইফার্টের, যিনি ৪৪ রান করে আবরার আহমেদের বলে ক্যাচ দেন। এরপর ফিন অ্যালেন (১৭ বলে ২৯ রান) ও টিম রবিনসন (১৫ বলে ১৮ রান) অপরাজিত থেকে ১০.১ ওভারেই জয় নিশ্চিত করেন।
এক বছর আগেও ক্রাইস্টচার্চের এই মাঠেই ৯২ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান, এবারও একই পরিণতি বরণ করল তারা। নতুন অধিনায়কত্বেও দলটির পারফরম্যান্সে কোনো পরিবর্তন দেখা গেল না।