আগামী ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় ৪ দিনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে। দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৭-১০ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, রাজশাহী, রংপুর, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে শীতের প্রকোপ তীব্র হতে পারে। তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ আরও বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও কক্সবাজারে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে।
ঢাকা ও উত্তরাঞ্চলে বর্তমানে সূর্যের দেখা মিলছে। তবে হালকা কুয়াশা থাকছে। রবিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়েছে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা একটি ফ্লাইট কলকাতায় এবং মাস্কাট থেকে আসা আরেকটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।
চুয়াডাঙ্গায় রোববার দিনভর সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহ চলাকালে তীব্র ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা এবং তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বাড়তে পারে। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।