ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে মোবাইল চুরির অভিযোগে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধকে মারধর ও কান ধরে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, বাজারের লোকজন বৃদ্ধকে মারধর ও কান ধরিয়ে গালিগালাজ করেন। পরে তাঁকে বাজার ঘোরানো হয়। স্থানীয়দের দাবি, ওই বৃদ্ধ এক ক্রেতার মোবাইল নিয়ে যান। তবে বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।