সৌদি প্রো লিগে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে আল ফেইহারকে ৩-০ গোলে পরাজিত করেছে আল নাসর। নতুন দলে অভিষেকেই জোড়া গোল করেছেন অ্যান্টন ভিলা থেকে আসা জন ডুরান। আর ৪০তম জন্মদিন উদযাপনের পর প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত বুধবার নিজের ৪০তম জন্মদিন উদযাপন করেন রোনালদো। এরপর মাঠে নেমে প্রথমবারের মতো জালের দেখা পেলেন তিনি। তার গোলেই আল নাসর জয় নিশ্চিত করে।
শুক্রবার ঘরের মাঠ আল আওয়াল পার্কে ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে সদ্য আসা কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, ফলে আল নাসর ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
ডুরানের দ্বিতীয় গোলের মাত্র দুই মিনিট পর রোনালদোও দলের গোল উৎসবে যোগ দেন। নিখুঁত এক ক্রস থেকে অসাধারণ ফিনিশিংয়ে বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। তার এই গোল দলের জয়কে আরও সুসংহত করে। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন রোনালদো।
এই জয়ের ফলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল, যারা সমান সংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করেছে।