সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার ঈদের ছুটিতে থাকবে টানা ৯ দিনের বিরতি। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিন অফিস খোলার পর আবার দুদিনের সাপ্তাহিক ছুটি থাকবে, যাতে সরকারি চাকরিজীবীরা পুরো ছুটির সুবিধা নিতে পারবেন। উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে এবং এটি নির্বাহী আদেশের মাধ্যমে ৩ এপ্রিল ঘোষণা করা হবে।
ছুটির ধারা শুরু হবে ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবস দিয়ে। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) শবেকদরের ছুটি, ২৯ মার্চ (শনিবার) থেকে ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত পাঁচদিন ঈদুল ফিতরের ছুটি থাকবে। এরপর ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলার পর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে।
এছাড়া, তিন পার্বত্য জেলা ও সাঁওতাল-গারো জনগণের জন্য চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে।