ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও দীর্ঘ মেয়াদে চুক্তি করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩৪ সাল পর্যন্ত সিটির হয়ে খেলার সুযোগ পাবেন।
আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত, কিন্তু এবার আরও সাত বছর বাড়িয়ে দেয়া হলো চুক্তির মেয়াদ। যদিও এই চুক্তির আর্থিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নতুন চুক্তি নিয়ে উচ্ছ্বসিত হাল্যান্ড বলেছেন, “আমি খুব খুশি নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে। এই দারুণ ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য আমি অপেক্ষা করতে পারি না।” তিনি আরও যোগ করেন, “ম্যানচেস্টার সিটি সত্যিই বিশেষ একটি ক্লাব, এখানে সবাই অসাধারণ এবং সমর্থকরা চমৎকার।”
এই চুক্তি নবায়নের জন্য পেপ গার্দিওয়ালা এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়ে হাল্যান্ড বলেছেন, “তারা আমাকে অনেক সাহায্য করেছে। ক্লাবটিকে একেবারে বিশেষ জায়গায় নিয়ে এসেছে এবং আমি আরও সাফল্য অর্জনে সাহায্য করতে চাই।”
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা এই চুক্তি নিয়ে বলেছেন, “এটা আমাদের জন্য অসাধারণ খবর। এটি দেখায় যে হাল্যান্ড এখানে থাকতে কতটা আগ্রহী।”