২০২৫ সালের প্রথম সপ্তাহে দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে জমজমাট কনটেন্টের ভিড় জমেছে।
চরকিতে মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ূনের জনপ্রিয় সিরিজ “পেট কাটা ষ” এর দ্বিতীয় সিজন, যা এবার সামাজিক বাস্তবতার সাথে হরর উপাদান মিশিয়ে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে এসেছে। বঙ্গ প্ল্যাটফর্মে রায়হান রাফীর পরিচালনায় মুক্তি পেয়েছে ডার্ক কমেডি সিরিজ “ব্ল্যাক মানি”, যেখানে পূজা চেরির অভিনয়ে অভিষেক ঘটেছে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রহস্য লেখক হারলান কোবেনের উপন্যাস থেকে নির্মিত সিরিজ “মিসিং ইউ”, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।
ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা “অল উই ইমাজিন অ্যাজ লাইট” কান উৎসবে পুরস্কৃত হওয়ার পর গোল্ডেন গ্লোবেও জায়গা পেয়েছে, এবং এটি দুই নার্সের বন্ধুত্বের গল্প তুলে ধরে। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত থ্রিলার সিরিজ “দ্য রিগ ২”, যার শুটিং স্কটল্যান্ডে করা হয়েছে। এই সব সিরিজ ও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মন জয় করতে প্রস্তুত।