পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ বছরের কারাভোগ শেষে বাড়ি ফিরলেন সাবেক lance naik আলতাফ হোসেন। গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে, বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়ার পর তিনি বরগুনায় তার পরিবারের কাছে ফিরে আসেন।
১৯৯২ সালে পরিবারকে সহায়তা করার লক্ষ্যে বিডিআর-এ যোগ দেন আলতাফ। ২০০৯ সালে পিলখানা সদর দপ্তরে অবস্থানকালে হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ মার্চ গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর পরিবারের সাথে তার জীবনে নেমে আসে গভীর দুঃখ ও কষ্ট। দীর্ঘ কারাবাসের মধ্যে তিনি হারিয়েছেন ২৬ জন আত্মীয়-স্বজন, যার মধ্যে তার মা অন্যতম। মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য আবেদন করলেও তাকে অনুমতি দেওয়া হয়নি।
কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রী শিরিন সুলতানা একাই পরিবারের দায়িত্ব সামলান। সন্তানদের পড়াশোনা ও মামলা পরিচালনার খরচ চালাতে তাকে অনেক কষ্ট করতে হয়। এমনকি অনেক সময় পরিবারটি খাদ্য সংকটে পড়েছিল।
১৬ বছর পর আলতাফ বাড়ি ফিরলে পরিবার ও প্রতিবেশীরা তাকে অশ্রুসিক্ত অভ্যর্থনা জানান। বাড়ি ফিরে মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে পুরনো স্মৃতিচারণ করেন। তবে বরগুনার আরও দুই ব্যক্তি এখনো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে রয়েছেন, এবং তাদের মুক্তির আশায় প্রার্থনা করছেন আলতাফ।
পরিবারটি এখন ন্যায্য ক্ষতিপূরণ এবং আলতাফের চাকরি পুনর্বহালের দাবি জানাচ্ছে, যাতে তারা এই দীর্ঘ সংগ্রামের পর আবার নতুন জীবন শুরু করতে পারে।