ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাধিকার জীবন এক সিনেমার মতো নাটকীয়। মাত্র ১৪ বছর বয়সে রুপালি পর্দায় পা রাখা রাধিকা ২০০২ সালে ‘নীলা মেঘা শামা’ সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর ২০০৩ সালে ‘ইয়ারকাই’ সিনেমায় ন্যান্সি চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে তার সিনেমার সাফল্যের চেয়ে তার ব্যক্তিগত জীবন বেশি আলোচিত হয়েছে।
রাধিকা খুব অল্প বয়সে ব্যবসায়ী রতন কুমারের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন এবং পরে বিয়ে করেন। কিন্তু কিছু বছর পরেই তার দাম্পত্য জীবন ভেঙে যায়। এর পর, ২০০৬ সালে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা। এই সম্পর্ক শুরুতে গোপন থাকলেও ২০১০ সালে এটি প্রকাশ্যে আসে। কুমারস্বামী তখনও তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত ছিলেন, কিন্তু রাধিকার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
বর্তমানে ৩৮ বছর বয়সী রাধিকা সিনেমা জগতে সফল না হলেও ব্যবসায় তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কুমারস্বামীর স্ত্রীর পরিচয়ে তিনি বর্তমানে ১২৪ কোটি রুপির মালিক। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।