বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা সাকিব আল হাসান প্রায় ১০০ দিন পর আবারও মাঠে ফিরছেন। তবে এবার তিনি খেলবেন বাংলাদেশের বিপক্ষে, যা বেশ অবাক করার মতো। ৩০ নভেম্বর আবুধাবির টি-টোয়েন্টি লিগে শেষবার মাঠে নামার পর তিনি আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেননি।
বাংলাদেশের হয়ে খেলতে না পারলেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি। তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিলেও ওয়ানডেতে এখনও খেলছেন। তবে সাকিব এবার নাম লেখিয়েছেন সাবেক ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায়। তিনি খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে, যেখানে ১০ থেকে ১৮ মার্চ পর্যন্ত বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়নস এবং এশিয়ান স্টারস দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
শুরুতে সাকিব বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার পরিকল্পনা করলেও পরে তিনি এশিয়ান স্টারস দলের সাথে যুক্ত হয়েছেন। সেখানে তার সাথে খেলবেন কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনাওয়ারা এবং হামিদ হাসান সহ আরও অনেকে। অন্যদিকে, বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল।
গত সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন, কিন্তু এখনও তার অবসর পুরোপুরি ঘোষণা করা হয়নি। রাজস্থানে অনুষ্ঠিতব্য ২০ ওভারের সাবেক ক্রিকেটারদের এই প্রতিযোগিতা সাকিবের ভবিষ্যত পরিকল্পনাকে ঘিরে কিছু প্রশ্ন তুলে ধরেছে।