একসময় বাংলা সিনেমার গৌরবময় অভিনেত্রী শাবনাজ, যিনি দীর্ঘদিন সিনেমা থেকে বিচ্ছিন্ন, আজ হঠাৎ করেই ভাইরাল! সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে এক চাঞ্চল্যকর আলোচনার ঝড়। তাঁর অভিনীত সিনেমার একটি বিখ্যাত সংলাপ এখন নতুন করে শেয়ার হচ্ছে, হাস্যরসে ভরপুর।
১৯৯৩ সালের ‘প্রেমের সমাধি’ সিনেমায় শাবনাজ ও বাপ্পারাজের প্রেমের গল্প এখন পুনরায় আলোচনায় এসেছে। সিনেমার একটি দৃশ্যে বাপ্পারাজ জানতে পারেন তার প্রেমিকা হেনা (শাবনাজ) বিয়ে করে ফেলেছেন। আবেগপ্রবণ হয়ে তিনি চিৎকার করে বলেন, ‘হেনা কোথায়?’ এই সংলাপের ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যেখানে একেকটি মিম তৈরি হচ্ছে।
এমন এক সময়ে, যখন এ প্রজন্মের জন্য পুরনো সিনেমার গল্প তেমন প্রাসঙ্গিক মনে হয় না, শাবনাজ বলছেন, “এটাই সিনেমার শক্তি! ২৯ বছর পরও যদি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, তবে আমরা সফল। আজকের প্রজন্ম আমাদের সেই আবেগ, অনুভূতি, ভালোবাসার সঙ্গে নিজেদের কানেক্ট করছে—এটাই তো আসল সৌন্দর্য।”
শাবনাজ ও বাপ্পারাজের অভিনীত এই সিনেমা একাধিক পুরস্কারে ভূষিত হয় এবং তাদের অভিনয় গড়েছে চলচ্চিত্রের ইতিহাস। তবে এত বছর পরও তার চরিত্র ‘হেনা’ আবার সেই আবেগের ঝড় তুলেছে, যা ‘প্রেমের সমাধি’কে এক নতুন জীবনে ফিরিয়ে এনেছে!