চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারী হলেও কাঁধের চোট তার ফাইনালে মাঠে নামার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান হেনরি। যদিও পরে বোলিংয়ে ফিরেছিলেন, কিন্তু ব্যথা পুরোপুরি কাটেনি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, হেনরির চোট নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাবে টিম ম্যানেজমেন্ট।
ফাইনালের আগে স্ক্যান ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হবে। হেনরির জায়গায় বিকল্প হিসেবে দলে জায়গা পেতে পারেন জ্যাকব ডাফি, যিনি এখনো চলতি আসরে কোনো ম্যাচ খেলেননি।
ভারতের বিপক্ষে হেনরির রেকর্ড বেশ ভালো, বিশেষ করে গ্রুপ পর্বে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভোগানোর অভিজ্ঞতা রয়েছে তার। তাই ফাইনালে যদি তিনি খেলতে না পারেন, তাহলে নিউজিল্যান্ড দলের জন্য এটি বড় ধাক্কা হতে পারে। এখন অপেক্ষা, শেষ পর্যন্ত তিনি মাঠে নামতে পারেন কি না।