বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তবে তাওহিদ হৃদয় ও জাকের আলীর অসাধারণ ব্যাটিং দলের লড়াইয়ের ভিত্তি গড়ে তোলে।
ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৫৪ রান, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। হৃদয় চোট পেয়েও লড়াই চালিয়ে যান এবং ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে, জাকের আলী খেলেন দায়িত্বশীল ৬৮ রানের ইনিংস।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ শেষে এই জুটির প্রশংসা করে বলেন, ‘জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতেই হবে। তাদের দুর্দান্ত জুটিই বাংলাদেশকে প্রতিযোগিতামূলক স্কোর গড়তে সাহায্য করেছে।’
তিনি আরও জানান, উইকেট সহজ ছিল না, তবে ভারতীয় দল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। রোহিত বলেন, ‘আমরা জানতাম উইকেট মন্থর হবে, তাই সে অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি।’