বাংলাদেশি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া সম্প্রতি হত্যার এবং ধর্ষণের হুমকি পেয়েছিলেন, যা নিয়ে তিনি আজ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় বাফুফে গতকাল বিবৃতি দিলেও এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়নি। সুমাইয়া নিজে থানায় উপস্থিত হয়ে জিডি করেন এবং এ সময় বাফুফের মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমীও তার সঙ্গে ছিলেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
এদিকে, জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৮ নারী ফুটবলার সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন, যা তাদের মানসিকভাবে প্রভাবিত করেছে। এই পরিস্থিতিতে বাফুফে মেহরিন মোস্তফা নামের একজন মনোবিদকে ফেডারেশনে নিয়ে আসেন। মনোবিদ সুমাইয়া, সাবিনা, কৃষ্ণা এবং সানজিদার সঙ্গে কথা বলেছেন এবং তাদের মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন।