কুমিল্লার দেবিদ্বারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সহযোগিতায় সৌদি আরব থেকে এক প্রবাসী শ্রমিকের লাশ দেশে আনা সম্ভব হয়েছে। মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাছির উদ্দিনের লাশ গত শুক্রবার রাতে হোসেনপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাছির উদ্দিন উপজেলার হোসেনপুর গ্রামের মৃত স্বপন আলীর ছেলে এবং সৌদি আরবে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। তিনি ৫ ডিসেম্বর বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। তার মৃত্যু সংবাদ প্রথমে প্রতিবেশী এক প্রবাসীর মাধ্যমে পরিবারের কাছে পৌঁছায়।
বাছিরের শশুর সিরাজুল ইসলাম জানান, লাশ দেশে আনার জন্য অনেক চেষ্টা করা হলেও ব্যর্থ হন তারা। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর সহায়তায় দেড় মাস পর লাশ দেশে আনা সম্ভব হয়। বাছিরের পরিবার বর্তমানে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ঋণে ডুবে রয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সবাইকে এক হয়ে বাছিরের পরিবারকে সহায়তা করতে হবে, যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারে।”