ফরিদপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশে, সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরকারকে কঠোর হস্তে সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সিন্ডিকেট পরিবর্তন করে এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরিত করা, সরকারের কাজ নয়; বরং, আপনাদের দায়িত্ব হলো এই সিন্ডিকেট ভাঙা।”
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে হাসনাত আরো বলেন, “এখন পর্যন্ত কোন বিচার কার্যকর হয়নি। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনী কারচুপির বিচার এখনও হয়নি। এসবের বিচার অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “আমরা জাতীয় ঐক্যের জন্য আহ্বান জানাচ্ছি, তবে বিভাজনের রাজনীতি এখনো আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করছে।” এছাড়া, ১৫ জানুয়ারির মধ্যে সরকারকে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এই সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, আন্দোলনের নেতারা এবং আরও অনেক বক্তা সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন।