ম্যানচেস্টার সিটি শীর্ষ চারে থাকার লড়াই চালিয়ে গেলেও প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে। ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করার মধ্য দিয়ে একদিকে যেমন আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলে অবদানের রেকর্ড গড়েছেন, তেমনি পেপ গার্দিওলার অধীনে এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের বিব্রতকর রেকর্ড গড়েছে সিটি।
ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন হালান্ড, যা তাকে দ্রুততম ১০০ গোল (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) ছোঁয়ার রেকর্ড এনে দেয়। এরপর ওমর মারমুশ গোল করে সিটিকে লিড এনে দিলেও আত্মঘাতী গোলের কারণে জয় হাতছাড়া হয় তাদের।
প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৪০টি গোল হজম করেছে সিটি, যা গার্দিওলার অধীনে তাদের জন্য সবচেয়ে খারাপ রেকর্ড। ২৯ ম্যাচ শেষে সিটির সংগ্রহ ৪৮ পয়েন্ট, যা তাদের পঞ্চম স্থানে রেখেছে। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট।
হালান্ডের দুর্দান্ত ফর্ম সিটির জন্য আশার আলো হলেও তাদের রক্ষণভাগের দুর্বলতা শিরোপা লড়াইয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।