ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের ‘ভাতের হোটেল’ নামে পরিচিত কক্ষটি এখন আর আগের মতো নেই। একসময় ডিবি কার্যালয়ে আসা ব্যক্তিদের আপ্যায়নের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা এই কক্ষটি এখন অফিসিয়াল কাজে ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, হারুনের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড ডিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল। সেই কক্ষটি এখন ছোট সভা ও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহৃত হচ্ছে।
২০২৩ সালে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন ব্যক্তিকে আপ্যায়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ‘হারুনের ভাতের হোটেল’ নামটি জনপ্রিয় হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন পলাতক এবং ডিবি কার্যালয়ে এমন কার্যক্রমের ইতি ঘটেছে। নতুন নেতৃত্বের অধীনে ডিবি এখন পেশাদারিত্বের মাধ্যমে আস্থা ফেরাতে কাজ করছে।