মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে গাজার বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য চরম সতর্কতা দিয়েছেন। তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, “গাজার বন্দিদের মুক্তি দিন, না হলে আপনারা ভয়াবহ পরিণতি ভোগ করবেন।”
এছাড়া, হামাসের নেতাদের গাজা ছেড়ে চলে যাওয়ারও পরামর্শ দেন ট্রাম্প। তিনি আরও বলেন, “এটি আপনার জন্য শেষ সতর্কতা। এখনো সময় আছে, কিন্তু যদি আপনি সিদ্ধান্ত না নেন, তবে আপনাদেরকে মূল্য দিতে হবে।”
গাজাবাসীদের উদ্দেশে ট্রাম্প বলেন, “যদি হামাস বন্দিদের আটকে রাখে, তবে তা আপনার জন্য ভালো হবে না। আপনাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে, তবে যদি হামাসকে সমর্থন দেন, সবাই মারা যাবে।”
এদিকে, হামাস ট্রাম্পের এই হুমকিকে গাজা যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছে এবং ইসরাইলকে এতে উৎসাহিত করছে।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনায় বসেছে, যা ইসরাইলের সঙ্গে পরামর্শ করে করা হয়েছে। এটি একটি অভূতপূর্ব ঘটনা, কারণ আগে কখনও যুক্তরাষ্ট্র সরাসরি হামাসের সঙ্গে আলোচনা করেনি।