হামজা চৌধুরী মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি যেসব ক্লাবে খেলেছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন এই পজিশনেই। তবে, হামজা তার ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে খেলেছেন—যেমন সেন্ট্রাল মিডফিল্ড, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক, এবং উইঙ্গার। তার দক্ষতার পরিসর খুবই বিস্তৃত, যা তাকে প্রতিটি ক্লাবেই উপযোগী করে তুলেছে।
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা এক্ষেত্রে সম্ভবত হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবেন, কারণ তিনি এই পজিশনে সবচেয়ে বেশি অভিজ্ঞ। বর্তমানে জামাল ভূঁইয়া, পাপন সিংহ, এবং মোহাম্মদ হৃদয়ের মতো ডিফেন্সিভ মিডফিল্ডাররা আছেন। এতে কোচ কাবরেরার জন্য একাদশ নির্বাচন করতে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে, তবে সাবেক ফুটবলার গোলাম সারোয়ার মনে করেন যে, হামজা নিজেকে যে পজিশনে খেলাতে চান, সেই পজিশনেই তিনি সবচেয়ে ভাল করবেন।
হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে, যা এশিয়ান কাপ বাছাইয়ের অংশ।
এখন দেখা যাক, কাবরেরা কীভাবে তার পজিশন নির্ধারণ করবেন এবং দলের অন্যান্য ফুটবলাররা কিভাবে তাকে সহযোগিতা করবেন।