জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে অংশগ্রহণকারী সিলেটের ডিফেন্ডার তাজউদ্দিন বর্তমানে সৌদি আরবের তায়েফে ভারতের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে স্থান পাওয়ার জন্য কঠোর অনুশীলন করছেন। তার স্বপ্ন, হামজা চৌধুরীর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা এবং একসাথে খেলা।
তাজউদ্দিন এক ভিডিওবার্তায় বলেছেন, “হামজা ভাইয়ের সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার জন্য অপেক্ষা করছি। তাকে সিলেটি ভাষা শেখাবো, যদিও তিনি কিছুটা জানেন। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে।”
প্রস্তুতি সম্পর্কে তাজউদ্দিন আরও বলেন, “আমাদের অনুশীলন ভালো চলছে। সৌদি আরবে আগে ট্রেনিং করেছিলাম, তাই এখানে পরিবেশ কিছুটা পরিচিত। কোচের নির্দেশনা মেনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”
অন্যদিকে, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা জানিয়েছেন, “ইনজুরি থেকে ফিরে ভারতীয় কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্যই আমরা সৌদি আরবে আছি। এখানকার কন্ডিশন আমাদের থেকে আলাদা, তাই নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে হবে।”