নারী আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনালে মাত্র ৮ রানের ব্যবধানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করল মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে বড় ধাক্কা সামলেও ১৪৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে মুম্বাই। দিল্লির ব্যাটাররা শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় তারা।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ১৪ রানেই ফিরে যান দ্বিতীয় ব্যাটার। তবে ন্যাট শিভার ব্রান্ট ও অধিনায়ক হারমানপ্রিত কউরের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।
তৃতীয় উইকেটে তারা গড়ে তোলেন ৮৯ রানের মূল্যবান জুটি, যা মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ন্যাট শিভার ব্রান্ট ২৮ বলে ৩০ রান করে বিদায় নেন, আর অধিনায়ক হারমানপ্রিত কউর ৪৪ বলে খেলেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংস। শেষদিকে ব্যাটাররা খুব বেশি কিছু করতে না পারলেও দলীয় সংগ্রহ পৌঁছায় ১৪৯ রানে। দিল্লির হয়ে মারিজানে কাপ ১১ রান খরচায় ২ উইকেট নেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালসও শুরুতে কিছুটা বিপাকে পড়ে। তবে মারিজানে কাপের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং জেমিমা রদ্রিগেজের ২১ বলে ৩০ রান দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। শেষদিকে নিকি প্রাসাদ ২৩ বলে ২৫ রান করলেও জয় পায়নি দিল্লি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় তারা।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ন্যাট শিভার ব্রান্ট ৩টি উইকেট শিকার করেন, যা তাদের শিরোপা জয়ে বড় অবদান রাখে। নাটকীয় ফাইনালের শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের মেয়েরা উল্লাসে মেতে ওঠে, কারণ তারা আবারও নারী আইপিএলের চ্যাম্পিয়ন হলো।