২০২৪ সালে হলিউডে অ্যানিমেশন সিনেমার দাপট ছিল, বিশেষ করে “ইনসাইড আউট ২” যা সর্বোচ্চ আয়কারী ছবি ছিল। বলিউডে, “স্ত্রী ২” ছিল বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি, কিন্তু তেমন কোনো ব্লকবাস্টার হিট না পাওয়ায় চলচ্চিত্র বাজারের অন্যান্য অংশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।